সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা ব্যুরো প্রধান : সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে
পাসপোর্ট যাত্রীর ছদ্দবেশে ভারতীয় লক্ষ লক্ষ টাকার বিভিন্ন পন্য সহ মাদক পাচার
করে নিয়ে আসছে। আর এ কাজে সহায়ত করছে ভোমরার ল্যাগেজ পাটি পাচারের
একটি চক্র।
ভোমরায় সরজমিনে গিয়ে দেখা যায়, ভারতী পাসপোর্ট যাত্রী বেশী ল্যাগেজ
পাটি ভারতীয় পন্য বোঝাই করে ৩/৪ টি বড় সাইজের ব্যাগ বোঝাই করে
ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিজিবি বাঁশ কলের চেকপোষ্টের কাছে এসে
দাড়ায়। এরপর সেখানে অপেক্ষারত ল্যাগেজ পাচার সেন্ডিকেটের সদস্যরা মাইক্র,
প্রাইভেট কার, মোটরসাইাকেল নিয়ে অপেক্ষা করে। ইমিগ্রেশন থেকে ল্যাগেজ
পাটি বের হওয়ার সাথে সাথে বিজিবি চেকপোষ্টের উপর দিয়ে এই পাচারচক্র
মাইক্রো, মোটরসাইকেল, প্রাইভেটকারে ব্যাগ বোঝাই করে সাতক্ষীরার উদ্দেশ্য
রওনা হয়। রাস্তায় বাজে ভোমরায় ও বাঁকালের বিজিবি চেকপোষ্ট থাকলেও
নিবিঘ্নে ল্যাগেজ পাটি পাচার করে যাচ্ছে। এই পাচার সেন্ডিকেটের সদস্যরা
সকাল থেকে সন্ধা পর্যন্ত ভোমরা জিরো পয়েন্টে অবস্থান করলেও কোন আইন
শৃংখলা রক্ষা কারি বাহিনীর সদস্যরা বাধা দেয় না।
এব্যাপারে ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেনের কাছে
জানতে চাইলে তিনি জানান, আমি নতুন এসেছি আপনি যখন আমাকে
তথ্যটা দিয়েছেন আমি এখনই ব্যবস্থা নেব।















