চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু  

0
154
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
 বুধবার  সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে রাজিবুল(৩০) মোটরসাইকেল যোগে গরু কেনার উদ্দেশ্য  পাশ্ববর্তী হাটুভাঙ্গায় যাচ্ছিল। পথে কুয়াতলা নামকস্থানে পৌছালে যাত্রীবাহী  এসবি পরিবহনের ((ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮) একটি বাস তাকে ধাক্কা মারলে সে মটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেন।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  কুষ্টিয়ায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আব্দুল গণি  যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here