কালিগন্জ এবারো জমে উঠেছে কাঁঠালের বাজার

0
272
কালিগন্জ প্রতিনিধিঃ মোঃ মাহাবুবুর রহমান :  প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কালিগন্জ  কাঁঠালের বাজার। সকাল থেকে ক্রেতা বিক্রেতার মুখরিত থাকে বিকাল পর্যন্ত।
এই বাজারে প্রতিদিন কাঁচা কাঁঠাল বিক্রি করা হয়।
বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই বাজারে কাঁঠাল কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন পাইকার রা ঢাকা-চট্টগ্রাম  রাজশাহী পাবনা নেত্রকোনার রংপুর সহ সারা দেশথেকে আসে পাইকারী ব্যাবসায়ীরা।
বাজারে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে পাইকার রাও কাঁঠাল কিনে সুন্দর ও ভালোভাবে কাঁঠাল গুলো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সকল ব্যবসায়ীরা
এই গরমের মাঝে কাঁঠালের চাহিদাটা একটু কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
 এবং কাঁঠালের মৌসুম এর আগের তুলনায় এখন কাঁঠালের দাম অনেকটাই কম।
 ব্যবসায়ীর আরো বলেন আগে যে কাঁঠালের দাম ১০০ টাকা ছিল সেই কাঁঠালের দাম এখন ৪০থেকে ৫০ টাকা  করে বিক্রি হচ্ছেবলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here