বেনাপোল সীমান্ত অভিযানে প্রায় সাড়ে ৬কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস,এলএসডি ও ক্যামিকেল উদ্ধার 

0
202

যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্ত অভিযানে প্রায় সাড়ে ৬কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস,এলএসডি ও ক্যামিকেল আটক করেছে বিজিবি।  বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,বুধবার বেনাপোলের কাগজপুকুর, দূর্গাপুর রোড ও আমড়াখালি এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তিনি জানান,বিজিবির বিশেষ গোয়েন্দা রিপোর্টের ভিক্তিতে বেনাপোল সদর কোম্পানি বিজিবির একটি  টহলদল বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে মালিক বিহীন অবস্থায় ২কোটি ৮৬ লাখ টাকা মুল্যের শুন্য দশমিক ৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন কোটি ১২লাখ টাকা মূল্যের তিন বোতল এলএসডি  আটক করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। সাইফুল্লাহ সিদ্দিকী জানান,মঙ্গলবার অপর আর একটি অভিযানে বিজিবির টহলদল গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোলের দূর্গাপুর রোড থেকে ৫১বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৫লাখ ৮১হাজার ৮৬২টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here