কলারোয়ায় একই দিনে ভেসে গেছে বেত্রবতীর ৩ সেতু# যোগাযোগ বিচ্ছিন্ন ৬ ইউনিয়ন 

0
175
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় একই দিনে ভেসে গেছে বেত্রবতী নদীর ৩ সেতু।  কলারোয়ার সাথে পৌরসভাসহ উপজেলার উভয়পাশের ১২ ইউনিয়নের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতীর বেইলি ব্রিজটি আকস্মিক ধসে গেছে।  এছাড়া একই নদীর উপর কলারোয়া তরকারি বাজার সংলগ্ন কাঠের সাঁকো ও গোপীনাথপুর গ্রামের কাঠের সাঁকো পানির তোড়ে ভেসে গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  সকালে প্রায় একই সময়ে ৩ সেতু/সাঁকো ভেসে যায়। ফলে উপজেলার ৬ ইউনিয়নের মানুষ সহজে আর কলারোয়া উপজেলা সদরে আসতে পারছেন না। তেমনি নদীর এপারের ৬ ইউনিয়নের মানুষ ওপর পারে যেতে পারছেন না। গত বছরের আগস্টে বেত্রবতী ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। এরপর ৮ মাস বন্ধ থাকার পর চলতি বছরের মে মাসে আবার কাজ শুরু হলে পুরানো ব্রিজটি ভেঙে ফেলে বেইলি ব্রিজ স্থাপন করা হয়। সেই বিকল্প সেতুটিই হয়ে পড়ে উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৩ ওয়ার্ডের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। বৃহস্পতিবার সকালে সেই বিকল্প সেতুটি পানির তোড়ে ধসে যেয়ে সংযোগ রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরফলে কলারোয়া পৌরসভাধীন বেত্রবতীর ৪ সেতুর ৩ টিই ভেঙে পড়লো। নদী পারাপারে হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন। সকালে এসকল সেতু পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীরা ছুটির পর সেতু ভেসে যাওয়ায় বাড়ি ফিরতে হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে সেতু ৩ টি ভেসে যাওয়ার ফলে বিপুল জনগোষ্ঠী অসহায় হয়ে পড়েছেন। একসাথে সেতু যোগাযোগ ভেঙে পড়ায় কলারোয়া কার্য়ত: বিচ্ছিন্ন জনপদে রূপ নিয়েছে। এলাকার মানুষ চাইছেন দ্রুততার সাথে সেতুগুলো সচল করা হোক। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ক্ষতিগ্রস্ত ৩ সেতু সরেজমিন পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি  দাশ, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দি, পৌ বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌরসভার কর নির্ধারক নাজমুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ। পরিদশর্ন শেষে পৌর প্রতিনিধিবৃন্দ পৌরসভাধীন সাঁকোগুলো সচল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here