জেলা প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ষা মৌসুমে নবগঙ্গা নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের কালিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গত ১৫ দিনের অব্যাহত ভাঙ্গনে নদী গর্ভে চলে গেছে অর্ধশতাধিক বসত ভিটার কাঁচাপাকা ঘর, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গনের আতংকে রয়েছে অন্তত তিন শতাধিক বসতবাড়ি, পাকা রাস্তা, কবরস্থান, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা। এতে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙ্গনে সর্বত্র হারিয়ে নিজ গ্রাম ছেড়ে আশপাশের বিভিন্ন গ্রামে চলে যাচ্ছেন নদী পাড়ের মানুষ। জানাগেছে, প্রতিবছর বর্ষা মৌসুমের তিন মাস নবগঙ্গা নদী পাড়ের বসতিরা তীব্র ভাঙ্গনের কবলে পড়ে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে কালিয়া উপজেলার বিষ্ণপুর গ্রামে শুরু হয়েছে নবগঙ্গা নদীর তীব্র ভাঙ্গন। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রায় এক কিলোমিটার জুড়ে ভাঙ্গছে নবগঙ্গা নদী। সেখানে গেলে কথা হয় বিষ্ণপুর গ্রামের বয়োবৃদ্ধ মো: ইমদাদ মাষ্টারের সাথে। তিনি জানান, ছোট বেলা থেকে নবগঙ্গা নদী পাড়ের বাসিন্দা ছিলাম। জীবনের বেশির ভাগ সময় নদীর সাথে এক প্রকার যুদ্ধ করে বসবাস করেছি। প্রতি বছরই সর্বনাশা নদী গিলে খেয়েছে আমার ফসলি জমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা। জীবনে আমি তিনটি বাড়ি নির্মান করলেও একটি বাড়িতেও স্থায়ীভাবে বসত করতে পারিনি। প্রতিটা বাড়িই বিভিন্ন সময় নদী গর্ভে চলে গেছে। জীবনের শেষ প্রান্তে এসে আমার জীবনের সকল উপার্জন দিয়ে যে বাড়িটি নির্মান করেছিলাম ভিটা মাটিসহ সেটিও গতসপ্তাহে নদী গর্ভে চলে গেছে। নদীর কাছে হার মেনে এখন আমি অসহায় হয়ে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে মাথাগোজার মত এক শতক জমিও আমার অবশিষ্ট নেই। আেেপর সাথে তিনি বলেন, জীবনের বাকি দিনগুলো হয়তো রাস্তার পাশে সরকারি জায়গায় অথবা খোলা আকাশের নিচে থাকতে হবে। নদী ভাঙ্গনের তিক্ত অভিজ্ঞতা শুধু ইমদাদ মাষ্টারের নয়। কালিয়া উপজেলার হাজারো বাসিন্দাদের কাছে নদী ভাঙ্গন একটি চিরচেনা বিষয়। প্রতিবছরই এই এলাকার মানুষকে ভাঙ্গনের কবলে পড়তে হয়। গেল তিন সপ্তাহ ধরে একটু একটু করে ভাঙ্গছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। গেল দুই সপ্তাহে ভাঙ্গনে বিলীন হয়েছে একই গ্রামের রিলু ফকির, জনি শেখ, মাহাবুর ফকির, মাকসুদ ফকির, রুকি বেগম, জহুর সরদার, শহিদুল মোল্লা, মহাদাদ শেখসহ অর্ধশত বসত ভিটা আর ভাঙ্গনের ঝুকিতে রয়েছে খোকন মোল্লা, শাহাদাদ সরদার, সাইফুল সরদার, কিবরিয়া শেখ, বিল্লাল সরদার, পারভেজ সরদার, আরিফ সরদার, সেতু মোল্লাসহ শত শত মানুষের ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, পাকা রাস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তিগ্রস্ত মাকসুদ ফকির বলেন, বাড়িতে দুটি থাকার ঘর, একটি গোয়াল ঘর ও একটি রান্নাঘর ছিল গাছপালা ভিটামাটিসহ সব নদীতে চলে গেল, অসহায় এর মত তাকিয়ে দেখলাম কিছু ঠেকাতে পারলামনা। রুকি বেগম বলেন, আমার সাজানো সংসারের সব নদীতে নিয়ে গেছে কোন কিছু অবশিষ্ট নেই। নতুন করে বাড়ি করার মত কোন জমি আমার নেই। এখন কি করবো কিছু বুঝতেছিনা। বিষ্নপুর গ্রামের মুদি দোকানি আল আমিন সরদার বলেন, নদী আমার মুদি দোকানটা গিলে খেয়ে ফেলেছে। কিছু বুঝে ওঠার আগে দোকানসহ দোকানের সব মালামাল নদী গর্ভে চলে গেল। ছেলে মেয়েদের নিয়ে এখন কি করবো কিছু বুঝতে পারছিনা। দোকানটা ছিল আমার একমাত্র উর্পাজনের উৎস। আর এক দোকানদার মিল্লাদ সরদার বলেন, চোখের পলকে আশপাশের বাড়ি ঘরসহ আমার দোকান নদীতে ভেঙ্গে গেল। শুধু চেয়ে চেয়ে দেখলাম। তখন আমাদের কারো কিছু করার ছিলনা। খোকন মোল্লা বলেন, নদী ভাঙ্গতে ভাঙ্গতে বাড়ির পাশে চলে এসেছে যে কোন সময় আমার ভিটাটা নদীতে চলে যাবে, রাতে ঘুমাতে পারিনা ছেলে মেয়ে নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছি আমরা। শাহাদাদ সরদার বলেন, প্রতি বছর নদী ভাঙ্গলেও আমাদের খোজ নেউ নেয়না। তিগ্রস্ত এলাকার মানুষের অভিযোগ, বার বার ভোটের সময় জনপ্রতিনিধিরা নদী ভাঙ্গন রোধের স্থায়ী বাধ নির্মানের প্রতিশ্রুতি দিলেও সেটির বাস্তবায়ন করেনি তিগ্রস্থ এলাকায়। আর আশ্বাস নয়, এবার নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী বাধ নির্মান করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বাপাউবো যশোর পানি উন্নয়ন সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী (অ: দা:) মোঃ সাবিবুর রহমান বলেন, এরই মধ্যে আমি নিজে ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে জিয়োব্যাগ দিয়ে নদী ভাঙ্গন রোধের প্রাথমিক চেষ্টা করা হবে এবং ভাঙ্গনকবলিত এলাকায় স্থায়ী বাধ নির্মানের জন্য প্রকল্প তৈরী করে অনুমোদন সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















