শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সাবেক এমপি হাবিবের শ্রদ্ধা নিবেদন

0
129

কলারোয়া প্রতিনিধি: শেখ হাসিনার গাড়িবহরে হামলার নামে দায়ের করা মিথ্যা মামলায় কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারামুক্ত সকল নেতৃবৃন্দ শনিবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে এখানে এসেছেন। তিনি বলেন, মিথ্যা মামলায় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে তাকে সাজা দেওয়া হয়েছে ৭০ বছর। এটি একটা অনাচারমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত। শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন, সেখানে হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়, হাবিবুল ইসলাম হাবিব নাকি শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিল। আমরা সেদিনের ঘটনা জানি, হাবিব ঢাকায় অবস্থান করছিলেন। আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়, অথচ তার নামে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়। তিনি বলেন, হাবিবুল ইসলাম হাবিব ‘৯০-এর গণঅভুত্থানের একজন তেজস্বী নেতা। তিনি ডাকসুর মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং নির্বাচিত এমপি। তাঁর মতো একজন অপেক্ষাকৃত সাহসী তারুণ্যদীপ্ত নেতাকে হীন উদ্দেশ্যে তারা ধ্বংস করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল। এসময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে গাড়িবহর হামলা মামলায় কারামুক্ত সকল নেতৃবৃন্দ এবং তালা-কলারোয়ার বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here