যশোর সদরের ফতেপুরে বিএসটিআই এর ভুয়া মোড়কে ভেজাল খাদ্য দ্রব্য বাজারজাত।

0
155

স্টাফ রিপোর্টারঃ যশোর সদরের ফতেপুর পূর্বপাড়ায় সুমন ও তমাল নামে দুই যুবক বিএসটিআই এর ভুয়া মোড়ক ব্যবহার করে ভেজাল খাদ্য দ্রব্য প্যাকেজিং ও বাজারজাত করছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার নিখিল পালের ছেলে সুমন ও তমাল ভাই ভাই এন্টারপ্রাইজের নামে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিন অনুসন্ধানে যেয়ে সুমন ও তমালের ঘরে নামি দামি কোম্পানির বিএসটিআই লেখা প্যাকেট ও খাদ্য দ্রব্য পাওয়া গেছে। তমালের স্ত্রী জানান, বিভিন্ন স্থান থেকে আমার স্বামী ও দেবর সেমাই, পোলার চাল ও শিশু খাদ্য ক্রয় করে এনে প্যাকেজিং করে বাজারজাত করে থাকে। বৈধভাবে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমতির প্রয়োজন হয় এ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তাদের কাছে এসব কোনো কিছুই নেই বলে জানান। দীর্ঘদিন ধরে সুমন ও তমাল এই অবৈধ কারবারের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকার মেম্বর কাইয়ুম হোসেন জানান, এই অবৈধ কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে চাঁনপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত আইসি আবুল কালাম আজাদ সুমনকে গ্রেফতার করলেও একটি প্রভাবশালী মহলের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। সুমনকে গ্রেপ্তারের বিষয়টিও পুলিশ স্বীকার করেছে। এদিকে ওই এলাকায় বসবাসরত পেট মোটা এক টেপা ক্যামেরাম্যান তাদের নিজস্ব প্রেসে বিএসটিআই এর নকল প্যাকেট ছাপিয়ে ফায়দা লোটার কারণে সে সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। সে এবং তার বাপ-চাচারা এলাকার এ ধরনের বিতর্কিত কাজ কর্মের সাফাই গেয়ে থাকে বলে এলাকার সুধী সমাজ এই বিতর্কিত পরিবারটিকে ভালো চোখে দেখেনা। এলাকাবাসী অবিলম্বে ভেজাল খাদ্য সরবরাহকারী সুমন ও তমালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here