শ্যামনগরে এক দিন মজুর পুত্র সহ আহত

0
145

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের এক দিন মজুর পুত্র সহ আহত হয়েছেন। গত ২৫ অক্টোবর ভুরুলিয়ার বিষ্ণপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর পুত্র মোহাম্মদ আলী অভিযোগে জানান, তিনি একজন দিনমজুর।ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার সংসারের ভবিষ্যতের সুখের আশায় তার স্ত্রী মুনজিরা খাতুনের নামে অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতেন। স্বামী স্ত্রীর বিরোধ কে কেন্দ্র করে তার স্ত্রী মুনজিরা খাতুন নগদ টাকা ও স্বর্ণের গহনাদী নিয়ে ব্রহ্মশাসন গ্রামে পিত্রালয়ে চলে যান। গত ২২অক্টোবর তার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে আনতে গেলে শ্যালক গোলাম মোস্তফা গাজীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলী কে বেদহড়ক মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা যখম করে বাম হাত ভেঙে দেন। মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র শরিফুল ইসলাম (৭) পিতাকে রক্ষা করতে গিয়ে তার বাম পায় আঘাত করলে পা ভেঙ্গে যায়। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here