কলারোয়ায় শুরু হলো নতুনধারার বিনা লাভের বাজার, জনমনে স্বস্তি

0
143

কলারোয়া প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি ফেরাতে কলারোয়ায় শুরু হলো বিনা লাভের বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রসমাজের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এ বাজার চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মূলত: বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের বাজার চালু করা হয়। শুক্রবার সকালে সরেজমিন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সামনে বসা এই বিনা লাভের বাজারে যেয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনছেন। কলারোয়া পৌরসভার গদখালি এলাকার আব্দুল আজিজ পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি বলেন, বাজারের চেয়ে এখানে পেঁয়াজ, আলু, ডিম, কাঁচাঝালসহ সকল শাকসবজির দাম কম থাকায় সহজেই কিনতে পারছেন। এই বাজারে আসা ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে। বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম তাহফিমুল জানান, মানুষ সকাল থেকেই খুশিমনে প্রয়োজনীয় পণ্য কিনছেন। সকাল ১১টায় প্রথম পর্বের বাজার কার্য়ক্রম শেষ হবে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তা আবার চলবে। এখানে পেঁয়াজ ১০৪ টাকা, রসুন ২০৮ টাকা, মসুর ডাল ১০২ টাকা, আলু ৫৮ টাকা, কাঁচাঝাল ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৮ টাকায়। এই বাজারে বেচাবিক্রির কাজে ব্যস্ত থাকা তূর্য, তাহিন, সিয়াম, রিজভী, উৎস, মামুন জানান, তাদের সবার জীবনে এ এক নতুন অভিজ্ঞতা। সবাই প্রাণান্ত চেষ্টা করছেন নতুন এই বাজারের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার। আয়োজকরা জানান, শনিবার(২ নভেম্বর) একই সময়সূচিতে পাইলট হাইস্কুলের সামনে এ বাজার বসবে। পরের দিন রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের সামনে অভিন্ন সময়সূচি অনুযায়ী এ নতুনধারার বাজার বসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here