যশোরে সোয়া ২ কোটি টাকা ঋণ পেলেন ১৫ উদ্যোক্তা

0
164
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : যশোরে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে যশোর আইটি পার্কের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই এন্ড এসপিডি’র অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি এন্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেলায় বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতিগুলোও মানতে হবে। পুরনো উদ্যোক্তাদের সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে।
সমাবেশে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে জেলার ১৫টি ব্যাংক মিলে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here