যশোরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা/ প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ, এদের বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

0
150

স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক( অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ বলেছেন ২০১৯ সালে ২ হাজার ৬৯৭টি প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতির জন্য আবেদন পড়েছিল। যখন পরিদর্শনে যায় সেখানে পর্যাপ্ত কক্ষ নেই। ১০ জেলায় স্বীকৃতি প্রাপ্ত স্কুল আছে, এমপিও স্কুল নেই। যে জেলায় স্কুল নেই, সেই জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। উপজেলা ভিত্তিক প্রতিবন্ধী স্কুল ও সেবা সাহায্য কেন্দ্র নির্মান করার দ্রুত চেষ্টা করা হবে। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। এদের বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এদের কর্মসংস্থান করে দেয়া আমাদের দায়িত্ব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে।বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক( প্রশাসন ও অর্থ) ( যুগ্মসচিব) আজমুল হক, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হুসাইন শওকত। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিস্যাবিলিটি ইনক্লুশন কনসালটেন্ট ডাক্তার নাফিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রমুখ। অনুষ্ঠন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এসএম শাহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here