কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত

0
141

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বুধবার, ২৫ ডিসেম্বর, কলারোয়ায় খ্রিষ্ট ধর্মানুসারীরা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। যিশুর জন্মদিন পালনের জন্য গির্জায় গির্জায় কেক কেটে উৎসবে শরিক হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। নতুন পোশাকে সজ্জিত হয়ে তরুণ-তরুণীরা কীর্তনের দল নিয়ে ঘরে ঘরে ঘুরতে দেখা যায়। ঘরে জ্বলতে দেখা যায়, ‘স্টার’।
কলারোয়ার জয়নগর ইউনিয়নের ৩টি গির্জাসহ উপজেলার শিবানন্দকাটি, শাকদাহ, গোয়ালচাতর, রঘুনাথপুর গির্জায় নজরকাড়া আলোকসজ্জাসহ স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। সবগুলো গির্জায় প্রার্থনাসভার মধ্য দিয়ে ধর্মীয় আচারঅনুষ্ঠান শুরু হয়।
জানা গেছে, কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নে ৩টি গির্জা ধানদিয়া মিশন, উত্তর জয়নগর মিশন ও ক্ষেত্রপাড়া মিশনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, নৃত্য/সঙ্গীতানুষ্ঠান ও যাত্রাপালা। ৫/৭ দিনব্যাপী চলবে এইসব অনুষ্ঠান।
ধানদিয়া মিশনের আয়োজক কমিটির সভাপতি মানুয়েল মন্ডল ৭ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, এ ইউনিয়নের শিবানন্দকাটি, শাকদাহ, গোয়ালচাতর গির্জায় ৩ দিনব্যাপী বড় দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিবানন্দকাটি গির্জা কমিটির সভাপতি মাখন মন্ডল, শাকদাহের যাদব মন্ডল ও গোয়ালচাতর গির্জার গুরুদাস মন্ডল জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি কীর্তন, সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা জানান, প্রতিটি গির্জায় বিশ্ব শান্তি, মানবতার কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আসাদুজ্জামান আসাদ আরও জানান, তিনি তাঁর ইউনিয়নের ৩ টি গির্জায় উপস্থিত হয়ে বড়দিনের উৎসবে শরিক হন ও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here