অভয়নগরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

0
160

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ১৩ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শীতে জুবুথুবু অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কিশোরকে। বেলা ১২টার কিছু সময়ে নিহত কিশোরটি ডাক চিৎকার করতে থাকে।
স্থানীয় বাসিন্দা সবুজ হোসেন বলেন, শনিবার সকালে ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোরটি নওয়াপাড়া রেলস্টেশনে আসে। পরে ঠিকানা জানতে চাইলে রংপুরে বাড়ি বলে জানায় ওই কিশোর। দুপুরে সড়কের পাশে ইকবল মার্কেটে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কিশোরের কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here