মনিরামপুর অভিনব পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করছেন গাছিরা

0
203

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার জয়পুর সহ কয়েকটি গ্রামে অভিনব পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করছে গাছিরা।বড় বড় খেজুরের গাছের মাথায় নলিতে রশি দিয়ে টানা বেধে গাছের নিচে মাটির কলসি(ভাড়) বেধে রাখছেন আর রশি বেয়ে রস মাটির কলসিতে জমছে।এলাকার গাছিরা বলেন লম্বা গাছ থেকে রস সংগ্রহ করা ঝুকিপূর্ন এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং এই শীতে গাছে উঠতে যেয়ে পা পিছলে পড়ে গেলে ঘটতে পারে দূর্ঘটনা তাই ঝামেলা এড়াতে নলিতে রশি বেধে গাছের গোড়ার দিকে সুবিধাজনক স্হানে ভাড় পেতে রাখা হয় ফলে রশি বেয়ে গড়িয়ে রস ভাড়ে এসে জমা হয় নির্দিষ্ট সময়ের পর ভাড় থেকে গাছিরা রস সংগ্রহ করে অল্প সময়ের মধ্যেই পুনরায় গাছে মাটির কলসি পেতে রাখেন।এই পদ্ধতিতে সহজেই গাছিরা রস সংগ্রহ করতে পারে।এ পদ্ধতি ব্যাবহার করা হয় বড় বড় খেজুর গাছের ক্ষেত্রে।শেখপাড়া খানপুর গ্রামের মাহবুর হোসেন বলেন এরকম পদ্ধতিতে রস সংগ্রহ করতে পূর্বে কখনো দেখিনি এই পদ্ধতিতে রস সংগ্রহ করা গাছিদের জন্যে নিরাপদ বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here