বারবার ঘটছে দুর্ঘটনা দুর্ঘটনাপ্রবণ স্থানে এলাকাবাসীর দোয়া মাহফিল তিন মাসে সাতজন নিহত, আহত চারজন

0
206

জেলা প্রতিনিধি, যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে বারবার ঘটছে দুর্ঘটনা। গত তিনমাসে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও আহত হয়েছেন চারজন। বারবার একই স্থানে দুর্ঘটনা কবলিত হওয়া ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে এমন ভাবনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামবাসী। সোমবার বিকালে দুর্ঘটনাপ্রবণ স্থান কীর্তিপুর মোড়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এসময় দলমত নির্বিশেষে কীর্তিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ অংশ নেন। গ্রামবাসীর পক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন। মিলাদ মাহফিলে অংশ নেওয়া ও স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী নাহিদুজ্জামান পিয়াস বলেন, ‘গত তিন মাসে কীর্তিপুর মোড়ে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এতে সাত জন নিহত ও চারজন আহতের ঘটনা ঘটেছে। এলাকার মুরুব্বিরা জানায় ঘটনাস্থলে ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে। তাই একটা মিলাদ মাহফিল দিলে বারবার এই দুর্ঘটনা কাটতে পারে। তাই পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকনের সার্বিক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে চারশ’ বেশি লোক অংশ নেন।’ প্রসঙ্গত, সর্বশেষ গত শুক্রবার রাতে যশোর বেনাপোল সড়কের কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হন। এর আগে পার্শ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুল ইসলাম দুর্ঘটনায় কবলিত হন। এছাড়াও আরও কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here