বেনাপোলের ট্রেন চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

0
159

বেনাপোল থেকে এনামুলহকঃ বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বেনাপোলে হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ছেন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)। বেনাপোল রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন তারা। অনেকে আবার বিকল্প পথেযাত্রা করছেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা সোহেল হোসেন নামে এক যাত্রী বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।
ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে অপর যাত্রী পারভিন আক্তার জানান, ফরিদপুরে যাব বলে এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হলো না, বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাবো। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এস আই মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীদের অনেকে আসছেন,টিকিট কাউন্টার থেকে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। স্টেশনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শার্শা নাভারণও ঝিকরগাছা যাত্রীরা। এ দিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও বেনাপোল সে বাসে কাউকে যেতে দেখা যায়নি। বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মো সাইদুজ্জামান বলেন, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ন্যায় রেলওয়ের পশ্চিম অঞ্চলেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু থাকলেও বাসে যাত্রীরা যাচ্ছেন এমন কোনো খবর আমাদের কাছে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here