চৌগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
165

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন কর্তৃক লিফলেট বিতরনের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পুরাতন ভাস্কর্যের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে এক সমাবেশে রুপ নেয়। সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, আরাফাত হোসেন, মাহাবুব হোসেন তুফান ,রাজু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মঈন উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই স্বৈরাচার সরকার পতনের পরেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা এখনো পূর্বের ন্যায় সন্ত্রাস কায়েম করতে ক্ষমতা পেতে চাই। তারা বলেন, যদি আওয়ামী ফ্যাসিবাদির কোনো দোসর বাংলাদেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাহলে যুবদল, ছাত্রদলকে নিয়ে সেসব দোসরদের দাতভাঙ্গা জবাব দেবে বিএনপি।
এসময় অন্যন্যের মধ্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here