আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
124

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইন্সপেক্টর তদন্ত আব্দুল ওয়াদুদ, হিসাব রক্ষক কর্মকর্তা মমিন আহম্মেদ, বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আমজাদ আললী প্রমুখ। উপজেলার আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here