আশাশুনিতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী প্রস্তুতিমূলক সভা

0
175

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাহার আলী, অ্যাকাউন্ট অফিসার মমিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপসহকারি অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী বাপ্পি কুমার দাস, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার তুষার কান্তি রায়
প্রমুখ। সভায় আগামী ১৪ তারিখে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা সুন্দরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here