সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী লায়লা পারভীন সেজুতিঁ গ্রেপ্তার

0
164

সাতক্ষীরা জেলা সংবাদ দাতা (বাসস) : সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতিঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোর রাত আড়াই টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় গত ১৮ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে সদর থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় নাশকতার পরিকল্পনাকারি ও অর্থযোগানদাতা হিসেবে প্রাথমিক তদন্তে প্রমানিত হওয়ায় ভোর রাত আড়াই টার দিকে সদর থানা ও ডিবি পুলিশের একটি আভিযানিক দল তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর আড়াইটার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিএম লুৎফর রহমান জানান, সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ সেজুতির জামিন শুনানী করা সম্ভব হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here