যশোরে ৩০ লাখ টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
324

যশোর অফিস : যশোরে বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন খড়কি পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. শাহিদুজ্জামান (৫৫), পিতা মো. আনোয়ারুল। তিনি যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
সিআর-১৮৪৬/২১ নম্বর মামলায় তার বিরুদ্ধে ১ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডের গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান, এএসআই রঞ্জন কুমার বসু ও এএসআই শফিউল হক।
গ্রেপ্তারকৃত শাহিদুজ্জামানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here