যশোরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ ২ পাচারকারী আটক

0
109

স্টাফ রিপোর্টার : যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে। শনিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাজারে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি সদস্যরা এই সোনার বার উদ্ধার করে। আটককৃত হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেরকের ছেলে মেহেদী হাসান (২৫)। শনিবার দুপুরে বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বাইরে মুরাদগড় বাজার এলাকা হতে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ ২ জন পাচারকারী আটক হয়েছে। আটককৃত ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ওই সোনারবারগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনারবারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে তারা সোনার বার নিয়ে মহেশপুরে যাচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here