ধর্ষণচেষ্টার প্রতিবাদে কেশবপুরে এক নারীর মানববন্ধন

0
125

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পরও কোনো বিচার না পাওয়ায় যশোরের কেশবপুরে মানববন্ধন করেছেন এক নির্যাতিত নারী। তার পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। রবিবার (৩ আগস্ট) দুপুরে কেশবপুর থানার মোড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২৫ জুলাই সকালে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গাজী তাকে মোবাইল ফোনে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। ঘরের মধ্যে নিয়ে গিয়ে সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারালো দা উঁচিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে আসেন।
এই ঘটনার পর ২৫ জুলাই কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। কিন্তু অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে এলাকাবাসী বলেন,নূর মোহাম্মদ গাজী কেদারপুর গ্রামের কুখ্যাত সুদখোর ও মামলাবাজ। তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও সে প্রশাসনের ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছে।” তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
আমরা অভিযোগ পেয়েছিলাম এবং তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমানকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তদন্তে ঘটনার সত্যতা পাওয়া না যাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে এলাকাবাসী ও ভুক্তভোগীর দাবি—তদন্ত যথাযথ হয়নি এবং আসামিকে রক্ষা করা হয়েছে বলেই আজও বিচার মেলেনি।মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন এবং ধর্ষণচেষ্টার বিচার চাই ও অপরাধীর শাস্তি চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here