এইচএসসি পরিক্ষার্থী আবু হুরাইয়া দুটি কিডনী বিকল

0
120

তালা প্রতিনিধিঃ তালার শুভাষিনী ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী আবু হুরাইয়া (১৮)দুটি
কিডনী নষ্ট হয়ে গিয়েছে। হতদরিদ্র মটর ভ্যান চালক পিতা নিরুপায় হয়ে ছেলে
সুচিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন।
প্রাপ্ততথ্যে প্রকাশ : তালার ধরবাড়িয়া গ্রামের মটর ভ্যান চালক রবিউল ইসলামে পুত্র
মো: আবু হুরাইয়া (১৮)। হতভাগ্য দরিদ্র পরিবারের সন্তান শুভাষিনী ডিগ্রী কলেজের
এইচএসসি অধ্যায়ন। গত ফেব্রুয়ারীতে দুটি কিডনি বিকল হয়ে গেছে
যেটি ডাক্তারি পরিক্ষায় ধরাপড়ে। ইতিমধ্যে ঢাকা শ্যামলী সিকেডি হাসপাতালে
প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ও ডাঃ তানভীর রহমান এর নিকট চিকিৎসা গ্রহন
করেন। বর্তমান খুলনা আদদ্বীন আকিজ হাসপাতালে সপ্তাহে দুই টা
ডায়লোসিস দিতে হয়। সপ্তাহে একব্যাগ রক্ত যাতায়াত দুইবার ডায়লোসিস
সবমিলে তার ১০্#৩৯;০০০/- দশ হাজার টাকা খরচ। তার পিতা মোঃ রবিউল শেখ মটরভ্যান
চালক হাতের উপর সংসার একমাত্র পুত্র সন্তান হুরাইরা চিকিৎসা ব্যায় নির্বাহ তার
পক্ষে সম্ভব হচ্ছে না। তার একমাত্র পুত্র সন্তানের সুচিকিৎসার জন্য দোয়া ও
সহযোগিতা কামনা করেছেন। মোঃ আবু হুরাইয়া ব্যক্তিগত মোবাইল নম্বর
বিকাশ/নগত ০১৯৭৭-৪২৭৭৮২। তার তিনটি বড় বোন বিাবহ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের দৃষ্টি আকর্ষন করলে তিনি এ
প্রতিবেদক কে জানান, জেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন
করলে তিনি আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here