সাতক্ষীরা কালীগঞ্জে কাঠ ঘরে আগুন দিয়ে ৩ বিঘা জমি দখলের অভিযোগ সুনীল মন্ডলের বিরুদ্ধে

0
72

কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু আখ্যা দিয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করতে রাতের আঁধারে নিজের কাঠ ঘরে আগুন নাটক সাজিয়ে ভাইয়ের ৩ বিঘা জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে ভূমি খাদক সুনীল মন্ডলের বিরুদ্ধে। প্রায় মাসব্যাপী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল কালিবাড়ি গ্রামর সুনীল মন্ডল ও তার চাচাতো ভাই কমল মন্ডলের বিরোধকে পুঁজি করে ভূমি মালিক আব্দুস সামাদ গাজী ও তার পুত্র আলমগীরের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভাই কমল মন্ডলের ১.০৩ একর (অর্থাৎ ৩ বিঘা) জমি কোন কাগজপত্র ছাড়া জবর দখল টিকিয়ে রাখতে গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে সুনীল মণ্ডল নিজের বসত ঘরে আগুন না লাগিয়ে নিজের কাঠ ঘরের এক কোনায় আগুন দিয়ে প্রতিপক্ষ ভূমি মালিক সামাদ গাজী ও তার পুত্র আলমগীরের নামে গত ৭ সেপ্টেম্বর থানায় মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং ৫। উক্ত মামলায় গত ১০ সেপ্টেম্বর বুধবার বিজ্ঞ আদালত হতে আব্দুস সামাদ গাজী ও তার পুত্র ভূমি মালিক আলমগীর হোসেন জামিন লাভ করে। এই আলোচিত দখলদারিত্ব এবং আগুন নাটক সংখ্যালঘু অত্যাচার, খুন ,ধর্ষণ ,অপপ্রচার নিয়ে সাতক্ষীরা জেলা ওলামা দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ,পূজা উদযাপন পরিষদ ,জামায়াত, বিএনপি’র জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন করলে সুনীল মন্ডল তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়াও বিষয়টি নিয়ে গত ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের অফিস কক্ষে দু, পক্ষকে নিয়ে বসলেও সুনীল মণ্ডল কোন কাগজপত্র দেখাতে না পারায় আগুন লাগানোর মিথ্যা নাটকের কঠোর ভৎসনা করা হয়। তারপরও বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটিয়ে থানায় হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করে। এ ঘটনায় মামলা হলেও আজও পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা মেলেনি। প্রসঙ্গত: চাম্পাফুল মৌজার এস ,এ ২৩৩ ,২৫২ নং খতিয়ানের ৮৮ এবং ৯১ নং দাগের মধ্য হতে ৮৮ দাগে ২২/৭১/১৯৮০ ই তারিখে ৬১২৭ নং এবং ২১/৭/২০২২ ইং তারিখে ৪১৩৮ নং দু ,টি দলিলে জমির মালিক কমল মন্ডল ১.৩২ একর ( ৪ বিঘা) জমি চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীরের নিকট বিক্রি করে। অন্যদিকে সুনীল মণ্ডল নিজের ৫৪ শতক জমি থাকতে আলমগীরের নিকট বিক্রিত ৪ বিঘা জমি তার দাবি করা ছাড়াও কমল মন্ডলের আরো ১.০৩ একর ( ৩ বিঘা ) জমি জবর দখল করে ভোগ দখলে আছে। উক্ত জমি নিয়ে সুনীল মন্ডল আদালতে ১১৪/২০২৩, ৪৪৮/২০২১, ৫৭/২০২৩, ৩১০/২৩ নং সহ বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলার অজুহাত দেখিয়ে জবর দখল অব্যাহত রেখেছে। সুনীল মন্ডল নিজের দখল দারিত্ব বজায় রাখতে নিজের বাড়ির নিজের কাঠ ঘরে আগুন লাগিয়ে নাটক সৃষ্টি করে তা পূর্ব পরিকল্পিতভাবে রাতের আঁধারে ভিডিও করে ঐ ভিডিও কথিত এক ভারতীয় র’এর এজেন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে বিশ্বের মাঝে সংখ্যালঘুদের উপর বাংলাদেশের নির্যাতনের চিত্র তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছে। যাতে করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়। এর আগেও র, এর এজেন্ট হিসাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন নির্যাতনের বানোয়াট ছবি প্রামাণ্যচিত্র দিয়ে অপপ্রচারকে কেন্দ্র করে আইন প্রয়োগকারী সংস্থা যৌথ বাহিনীর কাছে একাধিকবার গ্রেফতার হয়ে জেলহাজত বাস করেছে। শনিবার দুপুরে সরে জমিনে গেলে আলমগীর গাজীর ক্রয়কৃত জমি ছাড়াও সুনীলের জবর দখলের জমির বর্ণনা এলাকাবাসী এ প্রতিনিধির কাছে তুলে ধরেন। এ ব্যাপারে এলাকাবাসী এবং ভুক্তভোগী, ভুমি মালিকরা তদন্তপূর্বক জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here