যশোরে খ্রিস্টধর্মের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালিত

0
163

নিজস্ব প্রতিবেদক: যশোরে খ্রিস্ট ধর্মের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের কারবালা মোড়ে অবস্থিত খ্রিস্টান কবরস্থানে প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। যশোরের খ্রিস্ট ধর্মের অনুসারিরা জানান, সারা বিশ্বের খ্রিস্টানেরা এদিন মৃত স্বজনের কবরে ফুল, মোমবাতি, ধূপ দিয়ে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। সে রীতি অনুসারে এ দিন বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান কবরস্থানে সমাহিত স্বজনদের জন্য কবরস্থানে সমবেত হয় বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধরা। প্রার্থনায় আসা প্রশান্ত বিশ্বাস ও অ্যাঞ্জেলা গমেজ বলেন, যারা মারা গেছেন তাদের আত্মার শাস্তি কামনায় আমরা সকলে এ কবরস্থানে সম্মিলিত হয়েছি। এ প্রার্থনায় গানের মাধ্যমে ইশ্বরের কাছে সকলের ক্ষমার আবেদন জানানো হয়েছে যেনো সকল আত্মাকে তিনি আপন মনে করে ক্ষমা করে দেন। আগস্টিনা সরকার জানান, আমাদের কাছের মানুষ যারা মারা গেছে বিশেষ এ দিনে ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনায় প্রার্থনা করি। তারা যেন শান্তিতে থাকে। গতকালের এই বিশেষ দিনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার নিকোলাস মন্ডল। এ সময় তিনি বলেন, যারা মারা গেছেন তাদের জন্যে ক্ষমা প্রার্থনা এবং যারা জীবিত আছে তাদের মঙ্গল কামনায় বিশেষ এ দিনটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here