যশোরে যৌতুক না দেওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছাড়ল স্বামী

0
90

স্টাফ রিপোর্টার : যশোরে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বিশেষ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলাটি করেছেন অভয়নগরের এক নারী। অভিযোগ আমলে নিয়ে বিচারক অভয়নগর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামি কাবিরুল ইসলাম রাজশাহী জেলার তানোর উপজেলার কড়িকুল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রংপুরে তিনি বিশেষ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। মামলায় বাদী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে কাবিরুলের সাথে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের পর কাবিরুল স্ত্রীকে নিজ সংসারে না নিয়ে শ্বশুরবাড়িতে যাতায়াত করতে থাকেন। বাদী তাকে নিয়ে সংসার করার কথা বললে ‘আজ না কাল’ বলে ঘোরাতে থাকেন। একপর্যায়ে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় মারধর করে এবং ‘কখনো সংসার করবেন না’ বলে হুমকি দিয়ে চলে যান কাবিরুল। এরপর থেকে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে বাদী যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। এরপর কাবিরুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর বাদীকে কল দেন কাবিরুল। এ সময় তিনি বলেন, মামলা তুলে নিতে হবে এবং পাঁচ লাখ টাকা যৌতুক দিতে হবে অন্যথায় তার কাছে থাকা নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। পরে বাদী এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত ১৮ নভেম্বর একটি বাদীর নামে ফেসবুকে ফেক আইডি খুলে নগ্ন ছবি আপলোড করে। পরে ওই লিংক বাদীর ইমো আইডিতে দেয়। এছাড়াও ওই ছবির লিংক বাদীর পরিচিতদের কাছেও পাঠিয়ে দেয়। ওই ছবি ডিলিট করতে বললে কাবিরুল জানায়, আরও ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। বিচারক শান্তনু কুমার মণ্ডল অভয়নগর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here