ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো দুই লক্ষ টাকা প্রাইজমানির ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার বিকাল ৩টায় বিপুল দর্শক উপস্থিতিতে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ।
মো. আশরাফ আলীর প্রাণবন্ত ধারাভাষ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব ৩–০ গোলে ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ৭০ হাজার টাকা এবং রানারআপ ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন—
দ্রুততম খেলোয়াড়: বাগালি আগমনী স্পোর্টিং ক্লাবের হাবিবুল্লাহ
সেরা খেলোয়াড়: ভালুকা চাঁদপুর সবুজ সংঘের হাসানুর গাজী
সেরা মিডফিল্ডার: রাসেল
ভদ্র খেলোয়াড়: মেহেদী
সেরা ডিফেন্ডার: শাজাহান
ম্যান অব দ্য ম্যাচ: শাকিল
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: মো. সাদ্দাম হোসেন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মাস্টার সাইফুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (দেবহাটা ও সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আ. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, কোমরপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খান, সাতক্ষীরা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহসান রুবেল ও খুরশিদ আলম, বিশিষ্ট সমাজসেবক মো. মফিজুল ইসলাম ফাহিম, ধুলিহর ইউপি চেয়ারম্যান আ. মিজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মো. আনায়ারুল ইসলাম, মাস্টার আবু অহিদ বাবলু, গোলাম মোস্তফা বাবু, শাজাহান কবির, মো. ইলিয়াস হোসেন বাবু, মোহাম্মদ আলী, কালজ হোসেনসহ স্থানীয় ও আমন্ত্রিত অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম।
ফাইনাল খেলাকে ঘিরে কোমরপুর ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং এমন আয়োজনকে স্বাগত জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দাবি।















