এম এম সাহেব আলী,আশাশুনি (সাতক্ষীরা ) থেকে: আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খন বিভিন্ন গির্জা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বুধহাটা মা মারীয়া ক্যাথলিক চার্চ, জামাল নগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানীর চার্চ সহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বড়দল কেন্দ্রের বড় ফাদার জেল ম্যাক্স ফিল্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। তিনি বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শুভ বড়দিন কেন্দ্রিক যেকোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া সভায় উপস্থিত চার্চের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন। থানা পুলিশ আপনাদের সেবায় সর্বসময় নিয়োজিত আছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, ইটালিয়ান ফাদার সেরজো। সভায় অন্যান্যদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















