মণিরামপুরে নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বছরের বই বিতরণ

0
56

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেপাড়া মাদানীয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাব উদ্দিন আল আজাদ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন নূরানী বিভাগের প্রধান হাফেজ মাওলানা মো. আবু সাইদ, ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা মো. আমজাদ হুসাইন, সহকারী শিক্ষক মাওলানা আবুল হুসাইন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা তাজু আহমেদ, হারুনর রশীদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সময়মতো পাঠ্যবই বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা গেছে, যা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here