তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

0
5

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ আদেশ দেন।
এর আগে দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিমাখালি গ্রামের মৃত শাহাবুদ্দিন সরদারের ছেলে আ. রহিম (৫০) এবং একই গ্রামের কওছার মোড়লের ছেলে আলী হাসান (২৮)কে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা হয়।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ও ৮টি লোহার পাইপ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে নেওয়া হয়েছে এবং আসামিদের জরিমানা আদায় শেষে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here