চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে শালিসী সিন্ধান্ত অমান্য করে সেই জমিতে কাজ করার অভিযোগ

0
421

ভ্রাম্যমান চুকনগর,প্রতিনিধি ॥ চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে শালিসী সিন্ধান্ত অমান্য করে সেই জমিতে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি করেছে ইমরান হোসাইন নামে এক ব্যক্তি। জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র শেখ ইমরান হোসাইন মামুনের সাথে মালতিয়া গ্রামের মৃত ছবেদ আলীর পুত্র কামরূল ইসলাম লাভলুর জমিজমা নিয়ে বিরোধ চলছে। এঘটনায় চুকনগর বাজার কমিটির সভাপতি প্রহাদ ব্র্র ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উভয় পরে উপস্থিতিতে খুলনা সাতীরা রোডের মালতিয়া মৌজায় যার দাগ নং-৩৩,জেএল নং-৯৩,সীট নং-০১,জমি নিয়ে দুই পরে বিবাদের সম্ভাবনা রয়েছে। সে কারণে আমরা উভয় পকে সঙ্গে নিয়ে একটি সিদ্ধান্তে উপনিত হই যে জমিটিতে মাপজোখ করার পর কাজ করার সিন্ধান্ত গ্রহন করা হয়। মাপের পর যে ফলাফল আসে সেই ফলাফল উভয় প্ মেনে নেব। তাতে তাদের কোন আপত্তি থাকবে না। কিন্তু মামুনের দাবি কামরুল ইসলাম নিজে নিজে জমিটি মেপে ঢালায়ের কাজ করছে। এব্যাপারে কামরুল ইসলাম লাভলু বলেন, সিন্ধান্ত অনুযায়ী উভয় পরে কাজ বন্ধ রাখার কথা। কিন্তু মামুন কাজ করায় আমরাও কাজ করেছি। বাজার কমিটির সভাপতি প্রহাদ ব্র ও সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম বলেন, র্উভয় পরে কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী বুধবার মাপজোখের পর উভয় প কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here