কালিগঞ্জে ১০১ সদস্য বিশিষ্ঠ ইত্তিহাদুল উলামা মাশায়েক কমিটি গঠন

0
389

শেখ আব্দুল করিম, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর জামেয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাদ্রাসার সম্মানিত মুহতামীম পীরে কামিল আলহাজ¦ হজরত মাওঃ অজীহুর রহমান দাঃ বাঃ এর সভাপতিত্বে প্রাথমিক ভাবে কালিগঞ্জ উপজেলা ভিত্তিক ওলামা মাশায়েক গনের একটি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীন, ইমান ও ইলম তরক্কী ও প্রচার প্রসারের লক্ষ্যে ইত্তিহাদুল উলামা মাশায়েক উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় ৬ সদস্য বিশিষ্ট শুরা পারামর্শ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান আহবায়ক মাদ্রাসার পীরে কামেল আলহাজ¦ মাওঃ মুফতি আব্দুস সাদিক দাঃ বাঃ। শুরার সদস্য গনের মতামতের ভিত্তিতে অত্র জামিয়ার সুযোগ্য মুহতামিম পীরে কামিল আলহাজ¦ হজরত মাওঃ অজীহুর রহমান দাঃ বাঃ আমির করে ১০১ সদস্য বিশিষ্ঠ করে ইত্তিহাদুল উলামা মাশায়েক নামের সম্পূন্ন অরাজনৈতিক সংগঠন লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here