যশোর বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি সোনা চুরি মামলায় কাস্টমস কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

0
312

নিজস্ব প্রতিবেদক : যশোর বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি সোনা চুরি মামলায় আটক সাবেক কাস্টমস কর্মকর্তা আর্শাদ হোসাইনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। আর্শাদ হোসাইন বরিশাল মেহেন্দীগঞ্জের অশ্বিকাপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে চোরেরর ভোল্টের তালা খুলে ১৯ কেজি ৩শ’ ১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩শ’ ৬২ টাকা। এই ভোল্টের চাবি তৎকালিন ইনচার্জ শাহিবুলের কাছেই থাকতো। এ ছাড়া গোডাউনের বিভিন্ন লকারে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ছিল। সেগুলো অত ছিলো। ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিলো। বিষয়টি জানাজানি হলে কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে পোর্ট থানায় মামলা করেন। এরআগে আটক আসামিদের স্বীকারোতে আর্শাদ হোসাইনকে আটক করে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here