বাঘারপাড়া পৌরসভা নির্বাচন নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রানা

0
276

খাজুরা (যশোর) প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। দ্বিতীয়বারের মত এ পৌরসভায় মেয়র হওয়ার লড়াইয়ে নৌকার প্রতিক নিয়ে মাঠে নেমেছেন বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু। নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয়দের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন খুলনা বিভাগের যশোর জেলায় নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সদরের চৌরাস্তাসহ ১, ২ ও ৩নং ওয়ার্ডে নৌকা প্রতিকের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় আব্দুল্লাহ রানা বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার প্রতিকে ভোট চেয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা সাবেক ছাত্রনেতা যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইয়ারুল ইসলাম, নিউ মডেল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলমাস কবির সুমন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা নেতা মীর তরিকুল ইসলাম, দোহাকুলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, বাঘারপাড়া পৌর ছাত্রলীগ নেতা তৌফিক হাসান সন্ধী, বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জহুরুল জয়, রায়পুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইকলাস হোসেন, যুগ্ন আহবায়ক সাগর আহসান ও বিএম তিতাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here