আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আলোক সজ্জা ঃ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্ব খান বাহাদুর আহ্্ছান উল্লা (রঃ) এঁর ৫৭ তম পবিত্র ৩ দিন ব্যাপী ওরছ শরীফে পাক রওজা শরীফ, রওজা শরীফ চত্ত্বরে চতুদিকে বিভিন্ন প্রজাতির শত শত রকমারী ফুলের বাগান, পাতা বাহারী-সৌন্দর্য্য বর্দ্ধনকারী বৃক্ষ সমূহ বর্নিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। রওজা শরীফ প্রাঙ্গণে সুসজ্জিত মাহফিল পেন্ডেল, পবিত্র ওরছ শরীফ ময়দানে প্রবেশদারে কারুকার্য খচিত মুল গেট, কেন্দ্রীয় আহছানিয়া মিশন ভবন, কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, পাক রওজা শরীফে প্রবেশের পার্শ্ববর্তী রাস্তা সমূহ সহ আশে পাশের এলাকার বৈদ্যুতিক আলো শর্যা ছিল হৃদয় জুড়ানো-মনোমুগ্ধকর। বিভিন্ন লাইট-ঝাড় বাতিতে সুসজ্জিত রাতের নলতা শরীফ যেন তার পূর্বের চেহারা পাল্টে ফেলে। ভক্ত আশেকানগণ এ সকল নয়নাভিরাম দৃশ্য হৃদয় অবলোকন করেন।
ওরছ শরীফ প্রাঙ্গণে সুসজ্জিত স্টল ঃ এবারের পবিত্র ওরছ শরীফ উদ্্যাপনে পাক রওজা শরীফ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষায় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে পরিচালিত পুলিশ সাব কন্ট্রোল রুম, প্রেস বক্স, খান বাহাদুর আহছান উল্লা ইন্সটিটিউট এর প্রচার পরিচিতি স্টল, রেডিও নলতা ৯৯.২ এফ এম এর প্রচার স্টল, তথ্যনুসন্ধান ও প্রচার কেন্দ্র, কালেকশান ক্যাম্প, পীর কেবলা খান বাহাদুর আহছান উল্লাহ (রহঃ) রচিত ও কেন্দ্রীয় মিশন কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তক বিক্রয় কেন্দ্র। চাদর ও ফুল ও বাতাসার স্টল, ফ্রি মেডিকেল ক্যাম্প, খান বাহাদুর আহছান উল্লা (রহঃ) এঁর জীবন ও কর্মভিত্তিক পরিচিতি “হৃদয়ে আহ্্ছান”প্রদর্শনী ক্যাম্পের মাধ্যমে ওরছ শরীফে আগত হাজার হাজার ভক্ত অনরাগীদের সেবা প্রদান করা হয়।
অন্তরে অম্লান ঃ পীর কেবলা হজরত খান বাহাদুর আহছান উল্লা (রহঃ) এঁর স্মৃতি বিজড়িত পীর ভবনে অবস্থিত তাঁর জীবন ও কর্মভিত্তিক মিউজিয়াম “অন্তরে অম্লান” ছিল সকলের জন্য উন্মুক্ত। অগনিত ভক্ত ও দর্শনার্থী বৃন্দ মিউজিয়ামে প্রবেশ করে তা দর্শন করে ধন্য হয়েন।
গ্রন্থের মোড়ক উন্মোচন ঃ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী ও চেয়ারম্যান মরহুম মোঃ আব্দুল মজিদ এর পুত্র বিশিষ্ট লেখক ইকবাল মাসুদ রচিত ও প্রকাশিত “আহ্্ছানিয়া মিশন প্রতিষ্ঠা ও মানব কল্যানের আত্নদর্শন” গ্রন্থটি পবিত্র ওরছ শরীফের ২য় দিনে মাহফিল মঞ্চে আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ এর গর্ভনর অধ্যক্ষ ড. কাফীলুদ্দীন সরকার, এসময় কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি, ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল আলম, মিশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব কাজী এহছানুর রহমান ও লেখক ইকবাল মাসুদ উপস্থিত ছিলেন।














