লোহাগড়ায় বীরমুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার স্মরণে শোকসভা অনুষ্টিত

0
332

লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অজয় কান্তি মজুমদারের মৃত্যুতে রবিবার দুপুরে মজুমদার কমপ্লেক্সে ব্যবসায়ীদের উদ্যোগে এক সভা শোকসভা অনুষ্টিত হয়েছে । ডাঃ আশীষ কুমার ব্যানার্জীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন অজয় কান্তী মজুমদারের একমাত্র কন্যা জয়া ভদ্র মজুমদার, ডাঃ লিয়াকত আলী, ইন্দ্রানীল মজুমদার মুক্তি, এলামুল হক তুহিন, সরদার আবদুল্লাহ-আর ফারুক লেবু, মোঃ জুয়েল মোল্যা, মোঃ ইয়াজুর রহমান, মনিরুজ্জামান মনির, স্বপন পাল, মোঃ রাজু আহম্মেদ, মোঃ তুষার কাজী. মোঃ লিটন কাজী, মোঃ সিহাব, বিশ্বজিত প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here