রাখে আল্লাহ্ মারে কে

0
276

এস এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে ঃ তৌফিকুর (২০) নামে এক ছাত্র প্রিন্স পাংকু বাইসাইকেল চড়ে পাংকু দিয়ে শুভাষীনী বাজারে ঘুরছিল। একদল ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ঐ সময় তৌফিকুর ঐ ছাত্রীদের টাটা দিতে গিয়ে সাইকেলের হ্যান্ডেল ঘুরে রাস্তায় পড়ে যায়। ঐ মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক যার নং যশোর-ট-৫৫৪২। তৌফিকুর ট্রাকের সামনে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাক চালক তাকে বাঁচাতে গিয়ে গাড়িটা এমন ভাবে ঘুরিয়ে নিয়ে যায় বাম পাশে। তারপরও তৌফিকুর ট্রাকের তলায় পড়ে যায়। কিন্তু সে অক্ষত থাকলেও সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসী ট্রাকের তলা থেকে বের করে নিয়ে আসে তৌফিককে। তাই এলাকার দোকানদার পথচারী সবাই বলছে রাখে আল্লাহ মারে কে! ঘটনাটি ঘটে গত কাল সকাল ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা শুভাষীনী বাজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here