সাতক্ষীরা ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে মারপিট, জমি দখল ও মিথ্যে মামলা জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জের নারায়ানপুর গ্রামের মৃত.জয়নুদ্দীন মোড়লের ছেলে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ মোঃ আরশাদ আলী মোড়ল (৮৩)। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাড়াশিমলা এলাকার আদর আলীর ছেলে বিএনপি নেতা আবুল হোসেন কৌশলে অনুপ্রবেশ করে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়। দলীয় পরিচয় ব্যবহার করে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষকে নির্যাতন ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি, হিন্দুর বাড়িঘর ভাংচুরের মত জঘন্য কাজ করে যাচ্ছে। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিড়ে পদদলিত করা, পোড়ানো, চাঁদাবাজী, জমি দখলসহ বিভিন্ন ঘটনায় ৮/১০টি মামলা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আরশাদ আলী বলেন, কালিগঞ্জের নারায়ানপুর মৌজায় আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তির একটি ভূয়া দলিল করে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে চক্রান্ত করতে থাকে আবুল হোসেন। এর জের ধরে ২০১৯ সালের ১০ মে রমজান মাসে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর হামলা চালিয়ে মারপিট করে। এবিষয়ে থানায় অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গত ১৩ ফেব্রুয়ারি আমার ছেলে রবিউল আলম তার কোবলা মূলে খরিদকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ীতে সীমানা প্রাচীর নির্মাণকালে আবুল হোসেন তার বাহিনী নিয়ে নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়। এসময় বাধা দিতে গেলে তারা শারিরীকভাবে আমাকে লাঞ্চিত করে। আমি পূর্বে থানার ওসি’র আদেশ দেখালে তারা চলে যায়। এঘটনার পরদিন আবুল হোসেন আমার ও ছেলের নামে বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট সংবাদ পরিবেশন করায়। তিনি অভিযোগ করে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় নির্দেশনা থাকার পরও আমার নামের আগে “বীর মুক্তিযোদ্ধা” শব্দটি ব্যবহার না করে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আবুল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমাকে ও পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং আমার বসতবাড়ি ভেঙ্গে উচ্ছেদ করার পায়তারা করছে। এছাড়া আমি এলাকায় যখন চলাফেরা করি তখন আবুল হোসেনের সহযোগীরা মুক্তিযোদ্ধাদেরকে জঘন্যভাবে কটাক্ষ করে। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আজ আ’লীগে অনুপ্রবেশকারী বিএনপি নেতা সন্ত্রাসী আবুল হোসেনের কারনে আমি চরমভাবে অপমানিত হচ্ছি। একই সাথে অন্য মুক্তিযোদ্ধারাও অপমানিত হচ্ছে। আবুল হোসেন আ’লীগের গুরুত্বপূর্ণ পদে থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমরা মনে করছি। তিনি ওই সন্ত্রাসী আবুল হোসেনকে দল থেকে বহিস্কার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দ এবং প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...














