ঝিকরগাছার পল্লীতে এক দিনমজুরের সম্পত্তি জবরদখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

0
273

শহিদুল ইসলাম, বাগআঁচড়া : ঝিকরগাছার পল্লীতে আব্দুর রশিদ সরদার নামের এক দিনমজুরের সম্পত্তি জবরদখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী গ্রামে। এব্যাপারে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে, ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের মৃত আকবার আলী সরদারের ছেলে হতদরিদ্র দিনমজুর আব্দুর রশিদ তার চাচা—- এর নিকট থেকে কুমরী মৌজার ৫৫৬ দাগে ৮ শতক জমি কিনে ১৯৯০ সাল থেকে ভোগদখল করে আসছে। হটাৎ একই গ্রামের মৃত করিম বকস্ সরদারের ছেলে মনিরুল ইসলাম মনি নিজের জমি দাবী করে জবরদখল করে জমিতে রশিদের লাগানো রেন্টি গাছসহ ১ ল ৫০ হাজার টাকা মুল্যের বিভিন্ন গাছ কেটে নেয়। এসময় অসহায় দিনমজুর রশিদ ন্যায় বিচার পেতে গ্রাম্য মাতব্বরদের কাছে ধন্না দেয়। গ্রাম্য মাতব্বররা একাধিক বার সালিশি বৈঠাকে বসলেও ধূর্ত মনিরুল ইসলাম মনি উপজেলার সাবেক এক শীর্ষ জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকায় গ্রাম্য মাতব্বররা বিষয়টা সুরাহা করতে ব্যার্থ হয়। স্থানীয় মাতব্বরদের দ্বারেদ্বারে ঘুরেও আব্দুর রশিদ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। পরে ন্যায় বিচার পেতে ঝিকরগাছা থানায় লিখিত ভাবে অভিযোগ করেন আব্দুর রশিদ। এব্যাপারে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here