সাতক্ষীরা পবিস এর অফিস সেক্রেঃ শিলা রানীর মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

0
298

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ পাট অধিদপ্তর, সাতক্ষীরার মুখ্য পরিদর্শক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ’র স্ত্রী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটাস্থ সদর দপ্তরের অফিস সেক্রেটারী শিলারাণী দাশ কিডনীর সমস্যাজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি খুলনা সার্জিক্যাল কিনিকে প্রায় ৫ মাস যাবৎ কিডনী সংক্রান্ত জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মৃতুবরণ করেন। সকাল ৮টার দিকে খুলনা হতে শিলা রানীর লাশ পাটকেলঘাটাস্থ ভাড়া বাসায় পৌছানোর খবরে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী,শুভাকাঙ্খীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমান। এসময় অনেকে তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত্যুকালে তিনি স্বামী,শ্বশুর-শাশুড়ী ও ১পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের একমাত্র পুত্র আকাশ আবীর দাশ বর্তমানে এমবিবিএস পাশ করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। বেলা ২টার দিকে তালার পাটকেলঘাটার কেশবলাল মহাশ্মশানে শিলারানীর শেষকৃত্য সম্পন্ন হয়। ভদ্র, বিনয়ী এবং দায়িত্বশীল অফিসার হিসেবে শিলারানী দাশ জীবনের শেষদিন পর্যন্ত চাকুরী করেছেন। এলাকায় প্রায় ৩০ বছর অবস্থানের কারণে তিনি ও তার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে সকল মানুষের সাথে মিলে মিশে চলাফেরা করতেন। বাসার আশপার্শ্বে গরীব ও অসহায় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। বিশেষ করে নিজে ধর্মীয় কাজের পাশাপাশি গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য মাসের বেতনের একটি অংশ দান করতেন। এদিকে শিলারানীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহাসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখা,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা পাট ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here