ক্লাস ও পরীক্ষা চালুর দাবতিে শক্ষর্িাথীদরেমানববন্ধন

0
420

স্টাফ রিপোর্টার : যশোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত শিার্থীরা কাস চালু ও স্থগিত পরীা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার প্রেসকাব যশোরের সামনে সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজের সাধারণ শিার্থীরা এই মানববন্ধন করে। মানববন্ধনরত শিার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ বর্ষের পরীা গত বছর মার্চ মাসে সম্পন্ন হওয়ার কথা ছিলো। সেই পরীা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই হঠাৎ করেই পরীা স্থগিত করে দেয়া হয়েছে। এভাবে চলতে থাকলে ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সেশনের মাস্টার্সের শিার্থীরা যথা সময়ে কোর্স সম্পন্ন করতে পারবে না। অনার্সের শিার্থীরাও বড় ধরণের সেশনজটে পড়ে যাবে। শিার্থীদের প্রতি মানবিক দৃষ্টি দিয়ে দ্রুত শিা প্রতিষ্ঠান ও পরীা চালু করার দাবি জানান তারা। দ্রুত দাবি কার্যকর না হলে রাজপথে নামার ঘোষণা দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারির এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিার্থী আফরোজা সুলতানা মৌ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিার্থী আশিক ইকবাল, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিার্থী সালাউদ্দিন কাওসার, গণিতের বিভাগের মাস্টার্সের শিার্থী মহব্বত আলী ও সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিার্থী আসলাম হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here