প্রশাসনের হস্তক্ষেপ কামানা পাটকেলঘাটায় ভয়াল মাদকের রমরমা বাণিজ্য

0
262

এস এম মজনু, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে ॥ পাটকেলঘাটায় সরকারী কবরস্থানের প্রাচীরে বসে নিষিদ্ধ মরণ নেশা ফেন্সিডিল, গাঁজা বিক্রয় করছে। পত্র পত্রিকায় লেখা লেখির পরেও প্রশাসনের এই পর্যন্ত টনক নড়েনি। তাহলে এরা কি ব্যবসা চালিয়ে যাবে ? এমন প্রশ্ন সচেতন মহলের। সন্ধ্যার পর থেকে আশেপাশের বাসাবাড়ির লোকজন বিক্রয়কারীদের যন্ত্রণায় এলাকায় বাসাবাড়ির ভদ্র লোকেরা যাতায়াত করতে পারছে না। এসব ফেন্সিডিল গাঁজা ব্যবসায়ীরা জেল ফেরত। এদের নামে কোর্টে মামলা ঝুলে রয়েছে ৮-১০ টা পর্যন্ত। জামিনে থাকলেও ব্যবসা থেমে নেই। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, গরুহাটার উত্তর পাশে সরকারী কবরস্থানে জায়গাটা নির্জন স্থান। সন্ধ্যার পর ঐস্থানে অন্ধকারে ঢাকা থাকে। সেই সুযোগে অবৈধ ফেন্সিডিল ব্যবসায়ীরা নির্জন স্থান বেছে নিয়ে এরা এলাকায় ফেন্সিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার মুখ চেনা ছাড়াও অপরিচিত লোকের আনাগোনা। এদের ব্যাপারে ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পায় না। এতে করে এলাকার যুব সমাজ থেকে মধ্য বয়সের লোকেরা এই নেশায় আসক্ত হচ্ছে। নেশার টাকা যোগাতে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। এতে করে প্রায়ই পাটকেলঘাটাসহ আশপাশের গ্রামগুলোতে গরু চুরি ছাড়াও ছোটখাট চুরি সংঘটিত হচ্ছে। এব্যাপারে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here