পজলা প্রসাশকের হস্তক্ষেপ কামনা পাটকেলঘাটা টু দলুয়া সড়কের দু’ধারের ঝুঁকিপূর্ণ গাছ। জনবসতি ও পথচারীরা হুমকির মুখে

0
291

এস এম মজনু, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে ॥ পাটকেলঘাটা দলুয়া ১০ কিলোমিটার সড়কের দুধারে বিভিন্ন ধরনের গাছ গত আম্ফান ঝড়ে বিভিন্ন স্থানে ভেঙে সড়কের পাশে পড়ে রয়েছে । এছাড়া অনেক গাছ শুকিয়ে খাড়া অবস্থায় থাকায় যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ে দূর্ঘটনায় যানবাহন ও পথচারীদের জীবন নাশের আশংখা রয়েছে। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত মে মাসে আম্ফান ঝড়ের পর থেকে এই ছয় মাস পর্যন্ত বন বিভাগ এইসব গাছ কাটার কোন পদক্ষেপ নেয়নি। জেলা পরিষদ যে ভূমিকা নিয়েছে সেটা দায়সারা। যানবাহন পথচারীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। পাটকেলঘাটা দলুয়া ১০ কিলোমিটার রাস্তার মধ্যে শত শত গাছ শুকিয়ে গেছে। আবার অনেক স্থানে কিছু গাছ হেলে রয়েছে। এরমধ্যে কালজাম, বাবলা, মেহগনি, শিশু, নিম, চিরচিড়া সহ বিভিন্ন প্রজাতির এসব গাছ। এব্যাপারে এলাকাবাসীর কয়েকবার জেলা পরিষদ ও বনবিভাগ কর্মকর্তা ও কর্মচারীদের নিকট দরখস্তও দিয়েছে। অদ্যবধি আজ পর্যন্ত এসব গাছ কাটার কোন টেণ্ডার দেয়নি। তাই অতিদ্রুত দলুয়া পাটকেলঘাট রোডের ১০ কিলোমিটার রাস্তার দুপাশে ঝুঁকিপূর্ণ শুকিয়ে যাওয়া গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে সচতেন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here