দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের আম গাছে মুকুলে মুকুলে সয়লাব হয়ে গেছে। আম গাছের মুকুলের মৌ মৌ গন্ধে চারদিক মাতোয়ারা হয়ে উঠেছে। বসন্তের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে আম্রকাননে কোকিলের ডাকে বসন্তের লু হাওয়া সবার মনে বইছে। উপজেলার সর্বত্র আম গাছের দিকে তাকালে চোখ জুড়ানো মুকুলের সোনালী আভা দৃশ্যমান হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামাঞ্চলের সড়কসহ বসতঘরের আশেপাশে আম গাছে মুকুলের মৌ মৌ গন্ধে চারদিক মাতোয়ারা হয়ে উঠেছে। এখনও সব গাছে মুকুল আসে নাই। আগামী সপ্তাহের মধ্যে সমগ্র গাছে মুকুল চলে আসবে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়,উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছে ব্যাপক মুকুল ধরেছে। তবে বানিজ্যিক ভাবে আম চাষীর সংখ্যা কম। অত্র উপজেলায় দেশী প্রজাতির আম গাছই একমাত্র ভরসা। উপজেলার বেশ কয়েকজন সৌখিন উদ্যোক্ততা আমের বাগান করলেও বানিজ্যিক ভাবে কোন বাগান তৈরি করা হয়নি।
চলতি বছরে আবহাওয়া অনুকুলে থাকায় দেশীসহ অন্যান্য প্রজাতির আমের উৎপাদন গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।














