“রাখে আল্লাহ মারে কে” সামান্যের জন্য বেঁচে গেলেন ট্রাক ড্রাইভার

0
290

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ গত কাল রাতে ট্রাকের সামনের চাকা পান্সার হয়ে দূর্ঘটনা। কক্সবাজার থেকে লবণ নিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ যাওয়ার পথিমধ্যে দেবহাটা উপজেলার পারুলিয়ার আল্লার দান হোটেলের সামনে সড়কের পূর্ব সাইটে চাকা পান্সার হয়ে দূর্ঘটনা ট্রাকের সামনের অংশ ভেঙ্গে যেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে এ ঘটনায় ড্রাইভার মারাত্মক ভাবে আহত হয় স্থানীয় ব্যক্তিরা আহত সুজন নামের ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনা ঘটে রাত্র প্রায় ৪ ঘটিকার সময়। সরেজমিনে দেখা যায়, ট্রাকের চাকা পান্সার হওয়ার ব্রীজের উপর উঠতে ব্রীজের প্রথম মাথায় সামান্য ধাক্কা লেগে একটু ক্ষতি হয়। যশোর-ট ১১৩৩৭৮ নং এই সংবাদ লেখা পর্যন্ত ট্রাকটি ঘটনা স্থলে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here