কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য মতবিনিময়

0
313

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। আর এই দর্পণের রূপকার আপনারা। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের যেমন অসঙ্গতি তুলে ধরবেন ঠিক তেমনি সরকারের সাফল্যও তুলে ধরবেন। তিনি বলেন, আমি যতদিন আপনাদের মাঝে থাকবো ততদিন আমার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রা করবো। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী এবং জনগণের সেবক। দলমত নির্বিশেষে আমি আমার সাধ্যের মধ্যে সেবা দিয়ে যাবো। জুবায়ের হোসেন চৌধুরী আরও বলেন, এলাকার স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সকল সময়ে আমাকে আপনাদের পাশে পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্য এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া রিপোর্টার্স কাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, শিক মোস্তফা হোসেন বাবলু, আরিফ চৌধুরী, জাহিদুল ইসলাম, গোলাম রসুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here