সাতীরায় ট্রলির ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

0
313

সাতীরা প্রতিনিধি ঃ মাটি বহনকারি ট্রলীর ধাক্কায় সাতক্ষীরায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে সাতীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ইসমাইল হোসেন (৩৬)। তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মোঃ আক্তার হোসেন ভোলার ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোরের সাবেক কলারোয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। প্রত্যদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে তুজুলপুর এলাকার একটি ট্রলি ছয়ঘরিয়া সাতীরা সদরের ছয়ঘরিয়া এলাকার ‘ঠিকানা’ ইটভাটায় কৃষি জমির মাটি ফেলে প্রধান সড়কে উঠছিল। এ সময় সাংবাদিক ইসমাইল হোসেন মোটর সাইকেল যোগে সাতীরা যাওয়ার পথে ট্রলীর সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাতীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর বিকেল তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহানউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here