করোনা প্রতিরোধে বাঘারপাড়া পৌর মেয়রের বিভিন্ন কর্মসূচী গ্রহন

0
296

নূর হাসান লাল্টু বাঘারপাড়া ঃ মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় চলছে দেশব্যাপী লকডাউন। করোনা প্রতিরোধে বাঘারপাড়া পৌর মেয়র বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। বাঘারপাড়া পৌরসভার পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চলছে পৌর এলাকায় প্রতিদিন মাইকিং,মাস্ক বিতরণ এবং করোনা মোকাবেলায় জীবানুনাশক স্প্রে কর্মসূচী। এবিষয়ে বাঘারপাড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, আমার পৌর এলাকার সকল নাগরিক যেন সচেতন হয় এবং সরকার ঘোষিত লকডাউন মেনে চলে তার জন্য পৌরসভার আয়োজনে প্রতিদিন চলছে প্রচারনা, মাস্ক বিতরন ও জীবানুনাশক স্প্রে‘র ব্যবহার। তিনি আরও বলেন, বাঘারপাড়া পৌরসভার পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সব কিছুই করা হবে। পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা সচেতন হন,মাস্ক ব্যবহার করুন,সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন,বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেননা। তাহলে সবাই সুস্থ্য থাকবেন, ভাল থাকবেন ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here